ক্যাটালগ এর সাইজ

 
বর্তমানে অনেক ব্যাবসায় ইন্টার্নেট এবং ডিজিটাল মার্কেটিং ভিত্তিক হয়ে যাচ্ছে, কিন্তু তারপরও অনেকেই প্রিন্ট মার্কেটিং স্ট্রেটেজি অনুসরন করে। যদিও ডিজিটাল বিজ্ঞাপন অনেক বড় মাধ্যম হয়ে দাড়িয়েছে, তবুও প্রিন্ট এর বিজ্ঞাপন অনেক ভালো রেজাল্ট নিয়ে আসে।

  
কাগজে ছাপিয়ে বিজ্ঞাপ এর মাধ্যম গুলোর মধ্যে ক্যাটালগ একটি অন্যতম মাধ্যম। প্রোডাক্ট এবং প্রোডাক্ট লাইন দেখানোর জন্য ক্যাটালগ একটি মান সম্মত মাধ্যম। এটা উৎকৃষ্ট, লাক্সারিয়াস এবং ভিজুয়াল ফ্রেন্ডলি বিজ্ঞাপনের যথা উপযুক্ত উপায়। এই মাধ্যমে প্রোডাক্টের একটি সতেজ ছবি তুলে ধরে ভোক্তার নিকট। আপনার ব্যাবসার সাথে কোন ক্যাটালগ এর সাইজ সঠিক হবে তা এখানে তুলে ধরলাম। 

উপরে ডিজাইন গুলো আমার করা না, এটা ডিজাইনে উদাহরন হিসেবে দেখানো হয়েছে। এবং ছবি গুলোর সোর্স দিয়ে দেওয়া হয়েছে। আপনি প্রয়োজনে মূল ছবি গুলো দেখে আসাতে পারেন।


নিছে বহুল ব্যাবহৃহ ব্যাবসায় এর প্রকার ভেদে ক্যাটাল এর সাইজ দেওয়া হয়েছে।  

৫'.৫" X ৮'.৫" :  এটা ছোট ক্যাটাগরির ক্যাটলগ, যথেষ্ট স্পেস এবং ডিসক্রিপশন সহ প্রোড়াক্ট ইমেজ দেখানে যায় খুব সহজে। 

৬'X৬' সর্বোচ্ছ ৬'X৯ ': এই ধরনের ক্যাটলগ গুলো স্কয়ার অথবা রেকটেংগুলার সাইজের হয়। কম ভলিয়ম প্রোডাক্ট ও সার্ভিস দেখানোর জন্য এই সাইজ ব্যাবহার করা হয়ে থাকে। মিনিমাল কোন কিছু দেখানোর জন্য এই ধরনের ক্যাটলগ সাইজ নেওয় হয়। 

৮’.৫”X১১' সর্বোচ্ছ ৯'X১২' : এটা ক্লদিং এবং পোষাক শিল্পে বহুল ব্যাবহৃত একটা ক্যাটালগ এর সাইজ। 

১২'X১২" : এটা বড় ক্যাটালগ এর জন্য একটি উপযুক্ত সাইজ। যাদের অনেক বেশি প্রোডাক্ট এবং সার্ভিস আছে তাদের জন্য এই ক্যাটালগ এর সাইজ উপযুক্ত এবং তারা একটা পেইজেই অনেক তথ্য রাখতে পারে যা সাধরণত সুপার শপ, ডিপার্টমেন্টাল স্টোর গুলো এই ক্যাটালগ এর সাইজ নিয়ে কাজ করে থাকে।